• ঘাটাল লোকসভা নির্বাচনের ফলাফলে এবার দেবের হ্যাট্রিক? নাকি হবে পালাবদল?
    ২৪ ঘন্টা | ০৪ জুন ২০২৪
  • জোরকদমে চলছে গণনা। দেশজুড়ে লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফলের ঘোষণা আজ। ঘাটাল লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কাকে হারিয়ে কে জয়ী হলেন, তা জানতে মুখিয়ে রয়েছে জনগণ। এই কেন্দ্র থেকে তৃতীয়বারের মতো ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব। দেবের বিরুদ্ধে বিজেপির হয়ে ঘাটাল থেকে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায়।
    তৃণমূল- দীপক অধিকারী (দেব)
    বিজেপি- হিরণ্ময় চ্যাটার্জি- এগিয়ে
    সিপিআই- তপন গাঙ্গুলি 

    ঘাটাল লোকসভার প্রথম রাউন্ডের শেষে ফলাফল [ঘাটাল লোকসভা]
    •TMC[দীপক অধিকারী]= 4496
    •BSP[সৌমেন মাদ্রাজী]= 72
    •BJP[হিরণ চট্টোপাধ্যায়]= 5306
    •CPI[তপন গঙ্গোপাধ্যায়]= 658
    •SUCI[দীনেশ মেইকাপ]= 38
    •Ind-1[গোপাল মণ্ডল]= 40
    •Ind-2[সাহেব চৌধুরী]= 38
    •NOTA=97

    সাত দফা ভোটের ষষ্ঠ দফায় ভোট হয় ঘাটালে। ভোট হয় ২৫ মে তারিখে। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৯ হাজার ৯৪৫ জন। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই কেন্দ্রে  SC ভোটার ১৭.১ শতাংশ। ST ভোটার ৭.৯ শতাংশ ও মুসলিম ভোটার ২২ শতাংশ। এই কেন্দ্রে শিক্ষার হার ৭০.১২ শতাংশ। 

    ভোটার - ১৯৩৯৯৪৫
    ভোট পড়েছে - ১৫৯৩৯৯০
    শতাংশ হারে - ৮২.১৭%

    ঘাটাল হল পশ্চিমবঙ্গে একটি সংসদীয় কেন্দ্র যা পাঁশকুড়া পশ্চিম, ডেবরা, সাবাং, পিংলা, দাসপুর, ঘাটাল, কেশপুর সহ ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই কেন্দ্রের মূল দুই প্রতিপক্ষ বিজেপির হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী, ২ বারের সাংসদ দেব। ২০১৯ সালে বিজেপির ভারতী ঘোষকে ১ লক্ষের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন দেব। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, এআইটিসি থেকে অধিকারী দীপক (দেব) আসনটিতে জয়ী হন এবং ৫০.১৪ শতাংশ ভোটের হারে মোট ৬,৮৫,৬৯৬ ভোট পেয়েছিলেন। সিপিআই প্রার্থী সন্তোষ রানা ৪২৪,৮০৫ ভোট (৩১.০৬%) পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন। অধিকারী দীপক (দেব) সন্তোষ রানাকে ২৬০,৮৯১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ২০০৮ সালে সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সিদ্ধান্ত অনুসারে, পূর্বতন পাঁশকুড়া লোকসভা কেন্দ্র অবলুপ্ত করে নতুন ঘাটাল লোকসভা কেন্দ্র গঠিত হয়। দেবের আগে বামপন্থীদের দখলে ছিল এই আসন।

    ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেস থেকে অধিকারী দীপক (দেব) ১,০৭,৯৭৩ ভোটের ব্যবধানে আসনটিতে জয়ী হয়েছেন। দেব ৪৮ শতাংশ অর্থাত্ ৭,১৭,৯৫৯ ভোট পেয়েছিলেন এবং বিজেপি থেকে ভারতী ঘোষকে পরাজিত করেছিলেন যিনি ৬,০৯,৯৮৬ ভোট (৪০.৯৬%) পেয়েছিলেন।  
  • Link to this news (২৪ ঘন্টা)