• যাদবপুরে ৩৫২৭০ ভোটে এগিয়ে সায়নী!
    ২৪ ঘন্টা | ০৪ জুন ২০২৪
  • লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা আজ। গণনা চলছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কাকে হারিয়ে কে জয়ী হলেন, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই যাদবপুর। যাদবপুরের শক্ত মাটিতে এবার পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ বিজেপির।

    তৃণমূল- সায়নী ঘোষ-  এখনও পর্যন্ত  ১০০৯১৫
    বিজেপি- ড. অনির্বাণ গাঙ্গুলি- এখনও পর্যন্ত ৬৫৬৪৫
    সিপিআইএম- সৃজন ভট্টাচার্য- এখনও পর্যন্ত ৩০৩১৮
    আইএসএফ- নূর আলম খান- পিছিয়ে

    সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় যাদবপুরে। ভোট হয় ১ জুন তারিখে। ভোট পড়েছে ৭৬.৬৮ শতাংশ।

    দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বিরাট অংশ এই  যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- বারুইপুর পূর্ব (সংরক্ষিত), বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, ভাঙড়, যাদবপুর ও টালিগঞ্জ। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২ হাজার ২৩৪ জন। যাদবপুর কেন্দ্রের ২১.৪ শতাংশ মুসলিম ভোটার। এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতেই প্রথমবার সংসদে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৯৮৪ সালে কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে সিপিআইএম-এর সোমনাথ চট্টোপাধ্য়ায়কে হারিয়ে সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯-এ এই আসন থেকেই জেতেন কবীর সুমন। বিগত ৩ লোকসভা ভোটেই যাদবপুর দখলে রেখেছে তৃণমূল।

    ২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুরে জয়ী হন মিমি চক্রবর্তী। প্রাপ্ত ভোট ৬ লাখ ৮৭ হাজার ৭৭৩। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির অনুপম হাজরা। তাঁর প্রাপ্ত ভোট ৩ লাখ ৯২ হাজার ৬১০। ২ লাখ ৯৫ হাজারের কিছু বেশি ভোটে জেতেন মিমি চক্রবর্তী। তৃতীয় স্থানে থাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য পান ৩ লাখ ১ হাজার ৫৬০ ভোট। 
  • Link to this news (২৪ ঘন্টা)