• T20 World Cup: বিশ্বকাপে ওপেনিং নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন দ্রাবিড়...
    আজকাল | ০৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে জুটি বাঁধবেন কে? বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির ওপেন করা নিয়ে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বুধবার কি শুরুতেই দেখা যাবে ভারতের দুই মহাতারকাকে? নাকি যশস্বী জয়েসওয়াল ওপেন করবেন? টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান শুরুর একদিন আগেও ধোঁয়াশা জিইয়ে রাখলেন ভারতের হেড কোচ। রাহুল দ্রাবিড় বলেন, 'আমাদের হাতে বিকল্প আছে। এখনই কিছু বলতে চাই না। আমাদের কিছু পরিকল্পনা আছে। আমরা সব বিকল্প তৈরি রাখছি। পরিস্থিতি এবং প্রতিপক্ষের ওপর নির্ভর করছে কারা ওপেন করবে।' বুধবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারত। ইতিমধ্যেই সেখানকার পিচ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। ভারতের হেড কোচ অবশ্য এই নিয়ে বিশেষ মাথা ঘামাতে চান না। দ্রাবিড় বলেন, 'আমরা এখানে তিনদিন প্র্যাকটিস করেছি। তৃতীয় দিন পিচ তুলনায় ভাল ছিল। তাই পিচ নিয়ে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না। যাই হোক না কেন, আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।' প্রথম ম্যাচে তুলনায় কমজোরী প্রতিপক্ষ। কিন্তু আয়ারল্যান্ডকে হালকাভাবে নিতে চান না দ্রাবিড়। কয়েকদিন আগেই আইরিশরা পাকিস্তানকে হারিয়েছে। তাই প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন রোহিতরা।‌
  • Link to this news (আজকাল)