• DELHI: তীব্র গরমে জেরবার দিল্লি, সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি...
    আজকাল | ০৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  গরমে জেরবার রাজধানী দিল্লি। সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ৩০ ডিগ্রির বেশি সেখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির কাছে। তবে একটু হলেও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। আকাশ পরিষ্কার থাকলেও হাল্কা বৃষ্টি হবে। দিল্লির বিভিন্ন প্রান্তেই তাপপ্রবাহ চলছে। রাস্তায় বেলা বাড়লেই মানুষজনের আনাগোনা কমছে। বেশিরভাগ অফিসই বাড়িতে বসে কাজ করার কথা ঘোষণা করেছে। গরমের জেরে বিভিন্ন স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে। কয়েকটি স্কুল যদিও সকালের দিকে ক্লাস করিয়ে নিয়েছে। আগামী বেশ কয়েকদিন এই তীব্র তাপপ্রবাহ চলবে। গরমের জেরে রাজধানীর বিভিন্ন অংশে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষরাও। 
  • Link to this news (আজকাল)