• KEJRIWAL: কেজরিওয়ালের ওজন নিয়ে আপের অভিযোগ হেলায় ওড়াল তিহার জেল কর্তৃপক্ষ...
    আজকাল | ০৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপের অভিযোগ, জেলের যে ঘরে কেজরিওয়াল রয়েছেন সেখানে কুলার দেওয়া হয়নি। এছাড়া প্রতিদিনই কেজরিওয়ালের ওজন কমছে। যদিও আপের এই অভিযোগ অস্বীকার করেছে তিহার জেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, প্রতিদিনই কেজরিওয়ালের ওজন পরীক্ষা করে দেখা হচ্ছে। আদালতের নির্দেশের পরই কেজরিওয়ালের ঘরে কুলার দেওয়া হয়েছে। তিহার জেলের এক অফিসার জানিয়েছেন, কেজরিওয়ালের ওজন রবিবার মাপা হয়েছে। সেখানে ৬৩ দশমিক ৫ কিলোগ্রাম হয়েছে। এছাড়া কেজরিওয়ালের রক্তের চাপ এবং সুগারের লেভেলও স্বাভাবিক রয়েছে। আপের নেত্রী আতীশির অভিযোগ ছিল, কেজরিওয়ালের ওজন তিনটি আলাদা মেশিন দিয়ে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি দিল্লিতে যেখানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি রয়েছে। সেখানে কেজরিওয়ালের ঘরে কুলার দেওয়া হয়নি। তবে আপের এই অভিযোগ হেলায় উড়িয়ে দিল তিহার জেল কর্তৃপক্ষ।  
  • Link to this news (আজকাল)