• BJP: বিজয় মিছিলের পরিকল্পনা বিজেপির
    আজকাল | ০৪ জুন ২০২৪
  • বীরেন ভট্টাচার্য‌,‌ নয়াদিল্লি:‌ আগে থেকেই শপথগ্রহণ থেকে শুরু করে প্রথম ১০০ দিনের পরিকল্পনা করে রেখেছে বিজেপি। এক্সিট পোলে বিজেপির নিরঙ্কুশ জয়ের পূর্বাভাস পাওয়ার পর আরও উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। দলের তৃতীয়বার নিরঙ্কুশ জয়ের উৎসব পালনের কর্মসূচীও স্থির করে রেখেছে কেন্দ্রের শাসকদল। ভারত মণ্ডপম অথবা কর্তব্যরথে বড় জমায়েত করার পরিকল্পনা রয়েছে পদ্ম শিবিরের। সাউন্ড অ্যান্ড লাইট শো দেখানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে সূত্রের খবর। বিজেপি সূত্রের দাবি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে। শপথগ্রহণের পর দলের বিজয় উৎসব শুরু করার পরিকল্পনা রয়েছে বিজেপির। তবে এখনও পর্যন্ত তার বিস্তারিত কোনও রোডম্যাপ তৈরি হয়নি। তবে ৮ বা ৯ জুন শপথগ্রহণ হলে, সেদিন কোনও অনুষ্ঠান হবে না। বিজেপি নেতৃত্বের দাবি, দিল্লিতে এই মুহুর্তে আবহাওয়া খুবই খারাপ। ফলে সেদিকে নজর রেখে সবরকম ব্যবস্থা করা হচ্ছে। রামলীলা ময়দান, লালকেল্লা, ভারত মণ্ডপম বা যশভূমি কনভেনশন সেন্টারে জমায়েত নিয়ে আলোচনা হয়েছে। সব জায়গাগুলিই এখনও পর্যন্ত আলোচনার মধ্যেই রয়েছে বলে বিজেপি সূত্রের দাবি। আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত ভারত মণ্ডপম বা অন্য যে কোনও হলে শপথগ্রহণের চিন্তাভাবনাও করা হচ্ছে। এদিকে, রাষ্ট্রপতি ভবনকে সাজিয়ে তোলা হচ্ছে। নানারকমের বাহারি গাছ এবং অন্যান্য সামগ্রী দিয়ে সাজিয়ে তোলার জন্য একটি দরপত্র ডাকা হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। মোট ২১.৯৭ লক্ষ টাকার দরপত্র ডেকেছে রাষ্ট্রপতি ভবন। সোমবার থেকে আগামী ৫ দিনের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে বরাত পাওয়া ঠিকাদারকে। দলের তরফে দিল্লিতে একটি বড় মাপের রোড শো করারও পরিকল্পনা রয়েছে। এই বিষয়টি নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দলের প্রবীণ নেতারা আলোচনা চালাচ্ছেন বলে সূত্রের খবর। সম্পূর্ণ ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবন ৫ লোককল্যাণ মার্গ থেকে দীন দয়াল উপাধ্যায় মার্গে দলের সদর দপ্তর পর্যন্ত রোড শো করতে চায় গেরুয়া শিবির। সেখানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে দলের শীর্ষ নেতা, মন্ত্রীরা যোগ দেবেন বলে সূত্রের খবর।
  • Link to this news (আজকাল)