• বিহারে BJP-র চেয়েও এগিয়ে JDU, নীতিশ কি এবার INDIA-তে যাবেন? তুঙ্গে জল্পনা
    আজ তক | ০৪ জুন ২০২৪
  • বিহারে JDU ১৪টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে সেখানে BJP ১২টি আসনে এগিয়ে। কংগ্রেস ও বামেরা ২টি আসনে এগিয়ে। এর ফলেই সরকার গঠন নিয়ে তুঙ্গে জল্পনা। JDU কি তবে ভোটের ফল বেরনোর পর INDIA-তে যোগ দেবে? আলোচনা করতে শুরু করেছেন অনেকেই। তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন JDU নেতা কেসি ত্যাগী। নির্বাচনের ফলাফলের পরে JDU-র ইন্ডিয়া ব্লকে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন তিনি। আজতককে দেওয়া সাক্ষাৎকারে কেসি ত্যাগী বলেন, 'নীতীশ কুমার NDA-তে আছেন এবং NDA-তেই থাকবেন।'

    কেসি ত্যাগী বলেন, 'তাঁর (নীতীশ কুমার) স্বাস্থ্য নিয়ে অতীতে কিছু মন্তব্য করা হয়েছিল যা একেবারেই ভুল ছিল। গতকালই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নির্বাচনের সময়ই তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যে আমরা কোথাও যাচ্ছি না। তাই তিনি NDA ছাড়বেন, এমন কোনও সম্ভাবনাই আমরা প্রত্যাখ্যান করি।'

     

    কেসি ত্যাগী বলেন, 'নীতীশ কুমারই সেই ব্যক্তি, যিনি NDA-র প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম একজন ছিলেন। আমাদের পারফরম্যান্স খুবই সন্তোষজনক এবং এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।'

    বিহারে এগিয়ে NDA

    বিহারের ৪০টি আসনের মধ্যে এনডিএ ৩৪টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে জনতা দল ইউনাইটেড ১৫টি আসনে এবং BJP ১৩টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া চেরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ৫টি আসনে এবং জিতন রাম মাঞ্জি একটি আসনে এগিয়ে রয়েছে। আরজেডি ৩টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এবং বামেরা ৩টি আসনে এগিয়ে রয়েছে।
     
  • Link to this news (আজ তক)