• নৈতিক দায় নিয়ে পদত্যাগ করুন মোদী: জয়রাম রমেশ
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুন ২০২৪
  • দিল্লি, ৪ জুন:   বিজেপির দাবি করা এনডিএ জোটের ৪০০ আসনের স্বপ্নও অধরা থেকে গেল। ২০১৯-এর তুলনায় কম শক্তিশালী হয়ে ফের সংখ্যাগরিষ্ঠ এনডিএ। এদিকে এক্সিট পোলের দাবিকে মেনে নেয়নি ইন্ডিয়া জোট। এমনকি শেষ দফা নির্বাচনের আগে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিকরা দাবি করেছিল, তারা ইতিমধ্যে প্রায় ৩১৫ আসন পেয়ে গিয়েছেন। সেই দাবি সফল হয়নি। তা সত্ত্বেও এই টানাপোড়েনের মধ্যেও স্বীকার করতেই হবে যে, ইন্ডিয়া জোট এবার সংসদে যথেষ্ট শক্তিশালী হয়েছে। মঙ্গলবার বিকেল চারটে অবধি তথ্য অনুযায়ী, কংগ্রেস গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক আসনে জয়লাভ করতে চলেছে। অর্থাৎ প্রায় ১০০ আসনের কাছাকাছি।
    অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূলও কমবেশি প্রায় ৩০টি আসনে জয়লাভ করতে চলেছে। ফলে সংসদে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই দেওয়ার মতো ফিগারে রয়েছে ইন্ডিয়া জোট। কিন্তু বিজেপি গতবারের তুলনায় কম আসনে জয়লাভ করায় দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। আজ, মঙ্গলবার নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, নৈতিক দায় নিয়ে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী। আজ কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,?নির্বাচনের প্রচারে তিনি এমন ভান করেছিলেন যে, তিনি আসলে অসাধারণ। এখন এটা প্রমাণ হল যে, বিদায়ী প্রধানমন্ত্রী প্রাক্তন হতে চলেছেন। তিনি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন। এটাই এই নির্বাচনের বার্তা।”
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)