• T20 World Cup: কেমন হবে ড্রপ ইন পিচের চরিত্র? নাসাউয়ের পিচ বিতর্কের মধ্যেই উইকেটের খুঁটিনাটি জানালেন বাংলার তিন প্রাক্তন বোলার...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: বুধবার নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আপেক্ষিকভাবে রোহিতদের কাছে 'কেকওয়াক।' তবে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগেও রাহুল দ্রাবিড়ের কপালে ভাঁজ ফেলেছে পিচ। এই নাসাউয়েই সোমবার মাত্র ৭৭ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। সেই রান তুলতে নাস্তানাবুদ হয় দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের পিচ নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। আউটফিল্ডও মন্থর। একইসঙ্গে নরম। যা হ্যামস্ট্রিং চোটের প্রবণতা বাড়ায়। নিউইয়র্কের পিচই কি কাল হবে? মেয়েদের ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি ঝুলন গোস্বামী মনে করেন, পিচ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ড্রপ ইন পিচে শুরুর দিকে কিছু সমস্যা থাকে। খেলতে খেলতে স্বাভাবিক হয়ে যায়। অস্ট্রেলিয়ায় ড্রপ ইন পিচে খেলার অভিজ্ঞতা থেকেই এমন জানান 'চাকদা এক্সপ্রেস।' তবে বাউন্স নিয়ে ভারতীয় ক্রিকেটারদের আগাম সতর্কবার্তা দিলেন। ঝুলন বলেন, 'ড্রপ ইন পিচ এরকমই হয়। প্রথম একটা, দুটো ম্যাচে একটু সমস্যা হয়। যত বেশি খেলা হবে, উইকেট তত স্বাভাবিক হতে শুরু করবে। ড্রপ ইন পিচে একটু থমকে বাউন্স আসে। টেনিস বল বাউন্সের মতো হয়। আমরা অস্ট্রেলিয়ায় ড্রপ ইন পিচে খেলার সময় একই জিনিস দেখেছি। থমকে বল আসে। এখানে ১০০ দিনে স্টেডিয়াম তৈরি হয়েছে। ইডেনে আমরা যা দেখে অভ্যস্ত সেটা হবে না। কলকাতায় ৩৬৫ দিন মাঠের পরিচর্চা হয়। নিউইয়র্কের মাঠে ঘাস বাইরে থেকে নিয়ে এসে বসানো হয়েছে। তার নীচে যেহেতু বালির ভীত আছে, বল থমকে যাবে। আমরা যা দেখে বড় হয়েছি, এখানে সেরকম ঘাস হয় না। ঘাসের চাষ হয়। চাষ করে আনা ঘাস পোঁতা হয়। সেটা স্বাভাবিক হতে সময় নেয়। তাই আউটফিল্ডও একটু মন্থর হয়। যে গ্রাউন্ডে বালির বেস, সেখানে একটু অসুবিধা হবেই। অ্যাডিলেডের মাটির সঙ্গে এখানকার মাটির কতটা সামঞ্জস্য থাকবে সেটাও চিন্তার বিষয়। দুই দেশের ক্লে সমান নয়। স্টিপ বাউন্সের বিষয়টা ব্যাটারদের খেয়াল রাখতে হবে।' ভারতের বিশ্বকাপ জয়ে পিচ কি বাধা হয়ে দাঁড়াতে পারে? টুর্নামেন্টের শুরুর দিকে এমন দাবি করা যাবে না। তবে উইকেট যে একটা পার্থক্য গড়ে দিতে পারে, সেটা মেনে নিলেন বাংলার দুই প্রাক্তন বোলার শিবশঙ্কর পাল এবং সৌরাশিস লাহিড়ী। চোটের বিষয়ে সতর্ক করলেন প্রাক্তন পেসার। শিবশঙ্কর বলেন, 'আমরা যেরকম পিচে খেলে অভ্যস্ত, সেরকম হবে না। নতুন উইকেট, নতুন জায়গা। ক্লে আলাদা। বল পড়লে বালি উড়ছে। এই সমস্যার সম্মুখীন হতে হবে। এইসব আউটফিল্ডে চোটের প্রবণতা থাকে। ফিল্ডিং করতে গিয়ে সমস্যা হতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ। সাধারণ ক্লেতে হলে তুলনায় একটু সহজ হত। কিন্তু অ্যাডিলেডের মাটির সঙ্গে এখানকার মাটি মিলিয়ে কী চরিত্র নেবে জানা নেই। বিভিন্ন জায়গার মাটি আলাদা। আউটফিল্ড অনেক মন্থর। বল পড়লে আটকে যাচ্ছে। এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে।' আতঙ্কের মধ্যেও আশার আলো আছে। ঝুলন গোস্বামীর সঙ্গে একমত সৌরাশিস লাহিড়ী। বাংলার প্রাক্তন অলরাউন্ডারও পিচ নিয়ে আশাবাদী। সৌরাশিস বলেন, 'প্রথমদিকে একটু সমস্যা থাকে। সেটা ড্রপ ইন পিচ হোক, বা অন্য কোনও উইকেট। তবে যত বেশি খেলা হবে, তত ভাল হবে। কিউরেটররাও উইকেটের চরিত্র বুঝতে পারবে। শুরুটাই গুরুত্বপূর্ণ। একবার শুরু হয়ে গেলে অনেক জিনিস ঠিক হয়ে যায়। সেটা উইকেট হোক বা আউটফিল্ড। যত খেলা হবে তত পিচের চরিত্র ভাল হবে।' নাসাউ স্টেডিয়ামে তিনটে ম্যাচ খেলবে ভারতীয় দল। পিচের জুজু ভুলে বুধবার আইরিশদের বিরুদ্ধে প্রথম অ্যাসিড টেস্ট রোহিতদের।
  • Link to this news (আজকাল)