• T20 World Cup: নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক, এখানেই বিশ্বকাপ অভিযান শুরু রোহিতদের ...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু রোহিতদের। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। কিন্তু তার আগেই নবনির্মিত স্টেডিয়ামের পিচ নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। সোমবার প্রথম ম্যাচ আয়োজিত হয় নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। তবে দু'দলের ব্যাটাররা রান তুলতে হিমশিম খায়। আগাগোড়াই দাপট দেখায় বোলাররা। লো স্কোরিং ম্যাচে হয়। ড্রপ ইন পিচের চরিত্র নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। উইকেটের সমালোচনা করেন ধারাভাষ্যকাররা। ইরফান পাঠান সরাসরি বলেন, 'টি -২০ ক্রিকেটের জন্য আদর্শ পিচ নয়।' হর্ষ ভোগলে বলেন, 'আলাদা ড্রপ ইন পিচ হতেই পারে। কিন্তু আউফিল্ড?' এর আগে পিচ নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল দ্রাবিড়ও। ভারতের হেড কোচ বলেন, 'মাঠটা একটু নরম। কাফ এবং হ্যামস্ট্রিংয়ে চাপ পড়বে।' সোমবার প্রথমে ব্যাট করে ৭৭ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় প্রোটিয়ারা। কিন্তু দু'দলের ব্যাটাররাই রান তুলতে হিমশিম খায়। নিউইয়র্কের এই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই গ্রুপের প্রথম তিনটে ম্যাচ খেলবে ভারত। পাকিস্তানের সঙ্গে মহারণও এই মাঠেই। বাকি দুটো ম্যাচ আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তাই পিচ নিয়ে চিন্তিত টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাংক। 
  • Link to this news (আজকাল)