Arrest: গণনার আগের রাতে কল্যাণীতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক
আজকাল | ০৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গণনার আগের রাতে কল্যাণীর হরিণঘাটায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ–সহ এক যুবককে ১২ নম্বর জাতীয় সড়ক কল্যাণী মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম কৃষ্ণ পাল ওরফে পচা। হরিণঘাটার বিরহী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আইসপুরের বাসিন্দা সে। সোমবার রাতে পুলিশের কাছে খবর আসে ওই যুবক ১২ নম্বর জাতীয় সড়কে কল্যাণী মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউণ্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হবে। ওই যুবকের কাছে কী করে আগ্নেয়াস্ত্র হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।