• বিজেপির কোমর ভেঙে গিয়েছে, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবে অভিষেক! ঘোষণা মমতার
    ২৪ ঘন্টা | ০৫ জুন ২০২৪
  • "ইন্ডিয়া জোটের পাশে আছি। তবে আমি ডাকলেই যেতে পারব না। কাল অভিষেক যাবে। আমার অনেক কাজ আছে।" ২০২৪ লোকসভা ভোটের ফল ঘোষণার পর অভিষেককে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। একইসঙ্গে এদিনের ফলাফলের পর প্রধানমন্ত্রী পদ থেকে মোদীর পদত্যাগও দাবি করেছেন মমতা। তিনি বলেন, "নৈতিক দায় স্বীকার করে মোদীর ইস্তফা দেওয়া উচিত।"

    এদিন মমতা বলেন, "আমি চাই ইন্ডিয়া থাক, মোদী যাক। মোদী অনেকের ঘর ভেঙেছে, মানুষ ওদের কোমর ভেঙে দিয়েছে। প্রচারে এসে বলেছিলেন আব কি বার ৪০০ পার। আমি বলেছিলাম ২০০ পার হবে কিনা দেখে রাখুন। এখন পা ধরতে হচ্ছে নীতিশ আর টিডিপির। ইন্ডিয়া জোটকে ভাঙতে পারবে না বিজেপি।" লোকসভা ভোটের ফলাফলের জন্য অখিলেশকে অভিনন্দন জানান মমতা। একইসঙ্গে তোপ দাগেন, বিহারের ফল নিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি। তবে এর পাশাপাশি, লোকসভা ভোটের ফলাফলের কথা বলতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে ইন্ডিয়া ব্লকের আসন ভাগাভাগি নিয়ে বলতে গিয়ে মমতা বলেন, "বাংলায় ওদের ২টো সিট দেব বলেছিলাম। ওরা রাজি হয়নি। আসলে ওরা আমাদের কিছুটা আন্ডার এস্টিমেট করে।" দাবি করেন, কাঁথিতে জোতার পরও সার্টিফিকেট আটকে রেখে দিয়েছে অবজার্ভার। আরও সিট পাওয়ার কথা রয়েছে। তমলুকে ভোট হয়নি। ওথানে রিগ করা হয়েছে। রিকাউন্টিং হলে, ভিভিপ্যাড কাউ্ন্টিং হলে বোঝা যাবে আমরা জিতেছি। আমি খুশি বাংলার মানুষের রায়ে। ৩ মাস রাস্তায় ছিলাম। মানুষের সঙ্গে আমার চোখে চোখে কো-অর্ডিনেশন হয়।"প্রসঙ্গত, গোটা দেশে ৫৪৩টি লোকসভা আসনে ২৯৩ আসনে জয়ের পথে এনডিএ। আর ২৩৩টি আসনে জিততে চলেছে ইন্ডিয়া জোট। তবে বিজেপি যে এবার একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না, তা নিশ্চিত হয়ে গিয়েছে। যে প্রসঙ্গে মমতার বক্তব্য, "দুই-তৃতীয়াংশ মেজরিটি আর নেই। যা খুশি  আইন পাস করাতে পারবে না। মানুষ স্বাধীনতা  ফিরে পাক।"
  • Link to this news (২৪ ঘন্টা)