• রাহুল-সোনিয়াকে শুভেচ্ছা, উদ্ধব-শরদদের সঙ্গে কথা, ভোটের ফলপ্রকাশের পরই সক্রিয় মমতা
    প্রতিদিন | ০৫ জুন ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে বেগ দিয়েছে ইন্ডিয়া জোট। সেই জয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি জোটের একাধিক নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। মেসেজ করেছেন সোনিয়া এবং রাহুল গান্ধীকেও। ইন্ডিয়া জোটকে সমর্থনের কথাও জানিয়েছেন। আগামিকাল জোটের বৈঠক। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাবে তৃণমূল।

    মঙ্গলবার ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, ইতিমধ্যে অখিলেশ যাদবের সঙ্গে কথা হয়েছে তাঁর। শুভেচ্ছা জানিয়েছেন শরদ পওয়ার, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী, হেমন্ত সোরেনের স্ত্রীকে। সোনিয়া ও রাহুল গান্ধীকেও মেসেজ করেছেন। তবে তাঁরা এখনও ব্যস্ত তাই জবাব দেননি। তাঁদের সঙ্গে সরাসরি কথা হয়নি।

    ইন্ডিয়া জোটকে কি সমর্থন করছেন? প্রশ্নের জবাব, মমতা বলেন, "ইন্ডিয়া জোটের সঙ্গীদের সমর্থন করছি। সকলের পাশে আছি। আরও কেউ যদি আমাদের সমর্থন করেন, তাদের পাশেও আছি।" বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। সেখানে মমতা না থাকলেও অভিষেককে পাঠাবেন। সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে তার আগে সমস্ত নেতাদের সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছেন অভিষেককে।

    ইন্ডিয়া জোট যদি সরকার গড়ে তার কাছে কোনও দাবি নেই মমতার। শুধু বাংলার পাওনা মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)