• Novak Djokovic: হাঁটুর চোটের জন্য ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন জকোভিচ
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফরাসি ওপেনে যাত্রা শেষ নোভাক জোকোভিচের। চোটের জন্য টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন বিশ্বের একনম্বর তারকা। মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে এমনই জানানো হয়। একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'জকোভিচের ডান হাঁটুর মিডিয়াল মেনিসকাস ছিঁড়ে গিয়েছে। যার ফলে কাল কোয়ার্টার ফাইনালে ক্যাসপার রুদের সঙ্গে তাঁর খেলা হবে না। রোলাঁ গারোঁ থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছেন তিনি।' ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন জকো। তারপর কোর্টে অস্বস্তিতে ছিলেন। শুশ্রূষার পরও স্বাভাবিক হতে পারেননি। খোঁড়াতে দেখা যায় সার্বিয়ানকে। শেষপর্যন্ত পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে ম্যাচ জেতেন। ম্যাচ শেষে একটা ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন, পরের রাউন্ডে খেলা নাও সম্ভব হতে পারে। জকো বলেন, 'জানি না কাল বা তারপরে কী হবে। খেলতে পারব কি না বুঝতে পারছি না।' সেই আশঙ্কাই সত্যি হল। চোটের জন্য ফরাসি ওপেনকে বিদায় জানানো জোকার। 
  • Link to this news (আজকাল)