• ‌হেরেও খুশি অধীর,‌ কেন'‌
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফলাফল আরও ভাল হবে বলে আশা করলেও সেই ফল হয়নি বলে স্বীকার করে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের পরাজিত কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। মঙ্গলবার অধীর চৌধুরী বলেন, ‘‌রাজনীতিতে সব কিছু সব সময় নিজের ইচ্ছামতো হয় না। এতদিন বহরমপুরে অপরাজেয় হয়েছিলাম। এখন পরাজিত। কংগ্রেসের ইন্দিরা গান্ধী থেকে রাহুল গান্ধী সকলেই কখনও হেরেছেন। আমিও এখন পরাজিত। মানুষ আমাকে ভোট দেয়নি, দয়া করেনি। তাই আমি হেরেছি। এর জন্য কোনওরকম অজুহাত দিতে চাই না।’‌ বহরমপুরের পাঁচবারের কংগ্রেস সাংসদ শুভেচ্ছা জানিয়েছেন ইউসুফ পাঠানকে। এবার কী তবে রাজনৈতিক সন্ন্যাস?‌ অধীর বলেন, ‘‌নিজের কথা থেকে সরে আছি না। যেদিন রাজনৈতিক সন্ন্যাস নেব সেদিন সকলকে জানিয়ে দেব।’‌ অধীরের কথায়, ‘‌এ রাজ্যে বামেদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের জোট হয়েছিল। কিন্তু কোনও কারণে তা সফল হয়নি। আমরা একটি আসন পেলেও বামেরা রাজ্যে শূন্য হয়ে গেছে। ইতিমধ্যে আমি ইশা খান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছি।’‌ তিনি বলেন, ‘‌পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ সাম্প্রদায়িক বিভাজনের দিকে এগিয়ে চলেছে। উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।’‌ অধীরের কথায়, ‘‌কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পেরেছে এর জন্যই খুশি।’‌ 
  • Link to this news (আজকাল)