Abhisek Banerjee: ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক
আজকাল | ০৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিজেপিকে বাংলায় ধরাশায়ী করলেন তৃণমূলের সেনাপতি। ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জিতলেন অভিষেক ব্যানার্জি। তিনি জয়ী ৭ লক্ষেরও বেশি ভোটে। সর্বভারতীয় স্তরে এটাই রেকর্ড মার্জিন এখনও অবধি। একসময় বামেদের দুর্জয় ঘাঁটি ছিল ডায়মন্ড হারবার। ২০১৪ সালে প্রথমবার সেখানে লড়েন অভিষেক। জয় পান। এরপর ২০১৯ সালে ৩ লক্ষ ২০ হাজার ভোটে ডায়মন্ড হারবার থেকে জিতেছিলেন তিনি। সেই থেকে ডায়মন্ড হারবার ও অভিষেক সমার্থক। অতিমারির সময় ডায়মন্ড হারবারকে মডেল হিসেবে তুলে ধরেছিল তৃণমূল। ফুটবল ম্যাচ আয়োজন থেকে ত্রাণে ছুটে যাওয়া কিছুই বাদ দেননি অভিষেক। ডায়মন্ড হারবারে একটি ফুটবল দলও তৈরি করেছেন। সেই ডায়মন্ড হারবারেই এবার যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার করে নয়া রেকর্ড তৈরি করে জয়ী অভিষেক। বিজেপি কিংবা সিপিএম প্রার্থীরা সেখানে দাঁড়াতেই পারেননি।