• Berhampore: ‌বহরমপুরে ‌‌তৈরি হবে ইউসুফের নতুন বাড়ি, অধীরকে পিছনে ফেলতেই ঘোষণা হুমায়ুনের ...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের জয় সময়ের অপেক্ষা। বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরিকে সপ্তম রাউন্ড শেষে ইতিমধ্যেই প্রায় ৩০ হাজারের বেশি ভোটে পেছনে ফেলে এগিয়ে গেছেন ইউসুফ পাঠান। বহরমপুরে তৃণমূলের খাতা খোলার সম্ভাবনা তৈরি হতেই দলের সম্ভাব্য জয়ী প্রার্থী ইউসুফ পাঠানের জন্য স্থায়ী বাড়ি তৈরির জন্য জায়গা দেখা শুরু করলেন দলের তরফে বহরমপুর লোকসভার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। হুমায়ুন বলেন, ‘‌লোকসভা নির্বাচনের প্রচার পর্বে কংগ্রেস এবং বিজেপি দলের তরফ থেকে বারবার বলা হয়েছিল ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা। তিনি জয়ী হলে এখানকার সাধারণ মানুষ তাঁকে বিপদে–আপদে নিজেদের পাশে পাবেন না। কিন্তু ভরতপুরে তালগ্রামে নির্বাচনী প্রচার চলার সময় আমি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইউসুফ পাঠান জিতলে আমি তাঁর জন্য বহরমপুরে বাড়ি তৈরি করে দেব। সেই প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই বহরমপুরে ইউসুফের জন্য স্থায়ী বাসার ব্যবস্থা করতে শুরু করেছি।’‌ হুমায়ুন বলেন, ‘‌ইউসুফ পাঠান ইতিমধ্যেই প্রায় ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। যে বিধানসভা কেন্দ্রগুলো থেকে অধীর চৌধুরির ‘‌লিড’‌ পাওয়ার সম্ভবনা ছিল ইতিমধ্যেই সেই বিধানসভা কেন্দ্রগুলো থেকেও তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ‘‌লিড’‌ পেতে শুরু করেছেন।’‌ তৃণমূল বিধায়ক বলেন, ‘‌মমতা ব্যানার্জি আমাকে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো ইউসুফের বাবা–মাকে কথা দিয়েছিলেন তাঁকে বহরমপুর কেন্দ্র থেকে জিতিয়ে গুজরাটে পাঠাবেন। আমি খুশি মমতা ব্যানার্জির কথা রাখতে পেরেছি।’‌ হুমায়ুন বলেন, ‘‌ইউসুফ পাঠানকে বহরুমপুরে বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছি। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির সঙ্গে কথা বলবো। যদি বহরমপুর শহরের মধ্যে বড় জায়গা না পাওয়া যায়, তাহলে মুর্শিদাবাদ জেলা পরিষদের আশেপাশে বা বহরমপুর ব্লকের অন্যত্র তাঁর জন্য আমি ব্যক্তিগত খরচে বাড়ি তৈরি করে দেব।’‌ হুমায়ুন আশাবাদী ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে নতুন বাড়ি তৈরি হয়ে যাবে। 
  • Link to this news (আজকাল)