• India-Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি টিকিট বাজারে ছাড়ল আইসিসি ...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি টিকিট বিক্রি করছে আইসিসি। মহারণকে কেন্দ্র করে টিকিটের চাহিদা বাড়ায় এমন পদক্ষেপ নিয়েছে ক্রিকেটার সর্বাধিক নিয়ামক সংস্থা। শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচ নয়, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি টিকিট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, 'টি-২০ বিশ্বকাপের সফল সূচনার পর বেশ কয়েকটা ম্যাচের বাড়তি টিকিট বাজারে ছাড়া হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ সহ আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি টিকিট বিক্রি করা হচ্ছে। ঐতিহাসিক বিশ্বকাপে যাতে আরও বেশি সংখ্যক ক্রিকেট ভক্ত খেলা দেখতে পারে, পার্টনারদের সঙ্গে মিলে যৌথভাবে আইসিসি এই উদ্যোগ নিয়েছে।' আপাতত শুধু নিউইয়র্কের ম্যাচের বাড়তি টিকিট বিক্রি করা হচ্ছে। তবে শীঘ্রই টেক্সাস এবং ফ্লোরিডার বেশ কিছু ম্যাচের বিভিন্ন ক্যাটাগরির বাড়তি টিকিটও বিক্রি করা হবে। বিবৃতিতে বলা হয়, 'বর্তমানে টেক্সাস এবং ফ্লোরিডার ম্যাচের কম সংখ্যক টিকিট বিক্রি হচ্ছে। তবে শীঘ্রই বাড়তি টিকিট বিক্রি শুরু হবে। প্রিমিয়াম ক্লাব এবং এক্সক্লুসিভ ডায়মন্ড ক্লাবের টিকিটও সংগ্রহ করতে পারবে ফ্যানরা। স্টেডিয়ামের সেরা আসনে কিংবদন্তিদের সঙ্গে বসে খেলা দেখতে পারবে সাপোর্টাররা।' বুধবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিতরা।‌ একই স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান ম্যাচ। 
  • Link to this news (আজকাল)