• ‌ অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরল টিডিপি, ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন চন্দ্রবাবু...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরল তেলুগু দেশম পার্টি। সূত্রের খবর, ৯ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। শপথ অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ছিল বিধানসভা নির্বাচনও। ১৭৫ আসনের অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ইতিমধ্যেই ১৫৮ আসনে এগিয়ে বা জিতে গিয়েছে টিডিপি ও তাঁর সহযোগী দল। ৭৪ বছরের চন্দ্রবাবু চতুর্থবারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু। ২০১৯ সালে ওয়াইএসআর কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছিল চন্দ্রবাবু নাইডুর দল। পাঁচ বছর পরই ফের প্রত্যাবর্তন নাইডুর। এবারের ভোটে জনসেনা পার্টির সঙ্গে জোট বেঁধেছিল টিডিপি। সঙ্গে ছিল বিজেপির সমর্থন। নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ নিজ নিজ কেন্দ্রে জিতেছেন। এদিকে, ২৫ আসনের অন্ধ্র লোকসভায় ১৬ আসনে এগিয়ে রয়েছে টিডিপি। ২০১৯ সালে মাত্র তিন লোকসভা আসনে জিতেছিল টিডিপি। আর বিধানসভায় পেয়েছিল ২৩ আসন। 
  • Link to this news (আজকাল)