আজকাল ওয়েবডেস্ক: ভোট গণনার পরেই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম, প্রসেনজিৎ সাহা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সোনারপুর উত্তর বিধানসভার নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতে। পুলিশ সূত্রে খবর, ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন প্রসেনজিৎ। ফলাফল ঘোষণার পর তাঁকে বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে যান। বাড়ির অদূরে রাস্তার ধারে তাঁর উপর হামলা চালায় কয়েকজন। মাথায় কোদালের বাঁটা দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। মাটিতেই লুটিয়ে পড়েন প্রসেনজিৎ। খানিকক্ষণ পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে এক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কারা তৃণমূল নেতার উপর হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। দলীয় কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।