• Israel: ‌‌ইজরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত, জানাল হিজবুল্লাহ...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপ–প্রধান শেখ নাঈম কাসেম জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ অভিযানের পরিধি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের বাধ্য করা হলে তারা তা (পরিধি বাড়াতে) করতে প্রস্তুত। কাসেম জানিয়েছেন, তারা ‘যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইজরায়েলকে জিততে দেওয়া হবে না। তিনি হুমকি দিয়ে বলেছেন, লেবাননের দিকে যেকোনও রকমভাবে অগ্রসর হলে ইজরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে। হিজবুল্লাহ নেতা জানিয়েছেন, ইজরায়েল যদি সর্বাত্মক যুদ্ধ করতে চায়, তাহলে তারা প্রস্তুত। প্রসঙ্গত, ইজরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন–গভির লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি ভিডিওতে বেন–গভির বলেন, হিজবুল্লাহর সব শক্ত ঘাঁটি পুড়িয়ে ধ্বংস করতে হবে। যুদ্ধ! তাঁর কথায়, লেবাননে ইজরায়েলের কিছু অংশে হামলা এবং লোকজনকে সরিয়ে নেওয়া উচিত হয়নি। 
  • Link to this news (আজকাল)