• T20 World Cup:‌ বিশ্বকাপের আগে প্রাইভেট ডিনার পার্টির আয়োজন করে বিতর্কে বাবররা ...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ বিশ্বকাপের ঠিক আগে ব্যক্তিগত ডিনার পার্টির আয়োজন করে বিতর্কে পাকিস্তান ক্রিকেট দল। আমেরিকায় ওই পার্টিতে ক্রিকেট ভক্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও বিনামূল্যে নয়। রীতিমতো গাঁটের কড়ি খরচ করে পার্টিতে আসতে হয়েছে ভক্তদের। জানা গেছে প্রাইভেট ডিনার পার্টির এন্ট্রি ফি ছিল ২৫ আমেরিকান ডলার। মার্কিন মুলুকে এই পার্টির আয়োজন করে রীতিমতো বিতর্কের মুখে বাবর আজমরা। পাক বোর্ড ও জাতীয় দলকে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হচ্ছে। প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ ভিডিওবার্তায় বলেছেন, ‘‌ব্যক্তিগত ডিনার পার্টির উদ্যোক্তা কে?‌ বিশ্বকাপের ঠিক আগে এরকম হতে পারে ভেবেই অবাক হচ্ছি। মাত্র ২৫ ডলার খরচ করেই ক্রিকেটারদের সঙ্গে দেখা করা যাচ্ছে!‌ কোনও গন্ডগোল হয়নি এই রক্ষে। নইলে লোকে বলত, ক্রিকেটাররা টাকা কামাচ্ছে।’‌ লতিফের মতে, অফিসিয়াল ডিনার পার্টি হলে না হয় কথা ছিল। লতিফের কথায়, ‘অনেকেই জানতে চাইছেন ক্রিকেটাররা কত টাকা রোজগার করল। আমাদের সময়ে ট্যুরে থাকাকালীন অফিসিয়াল ডিনার পার্টিই হত। আর বিশ্বকাপের সময় এরকম পার্টির আয়োজনটা সকলকে আরও নাড়া দিয়েছে। ভবিষ্যতে সতর্ক থাকা উচিত। পাক ক্রিকেটার ও বোর্ডের নামে এরকম পার্টি না হওয়াই ভাল।’‌ ‌
  • Link to this news (আজকাল)