T20 World Cup: আইরিশদের বিরুদ্ধে কেমন হওয়া উচিত টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? জানালেন সানি ...
আজকাল | ০৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টি২০ বিশ্বকাপে বুধবার অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ওপেনিং জুটি নিয়ে কোচ রাহুল দ্রাবিড় ধোঁয়াশা রাখলেও সুনীল গাভাসকার স্পষ্ট বলে দিচ্ছেন শুরুতে আসুক রোহিত ও বিরাট। তিনে যশস্বী। প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপে বিরাটের ব্যাটিং অর্ডার নিয়ে একটা জল্পনা রয়েছে। যদিও দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে বিরাট তিন নম্বরেই ব্যাট করে আসছেন। আইপিএলে ওপেনিংয়ে এবার সফল বিরাট। তাই সানির কথায়, ‘রোহিত ও বিরাট ওপেনিংয়ে আসুক। তিনে নামুক যশস্বী।’আরসিবির হয়ে এবার আইপিএলে ৭৪১ রান করেছেন বিরাট ১৫ ম্যাচে। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। এদিকে, আইরিশদের বিপক্ষে ভারতের প্রথম একাদশ কেমন হওয়া উচিত তারও একটা ইঙ্গিত দিয়েছেন সানি। বলেছেন, ‘সূর্যকুমার যাদব খেলুক চারে। ঋষভ আসুক পাঁচে। ছয়ে হার্দিক। আর সাতে রবীন্দ্র জাদেজাকে চাইছি। আটে থাকুক শিবম দুবে। নয় থেকে এগারোয় আসুক কুলদীপ, বুমরা ও সিরাজ।