• Narendra Modi: জর্জিয়া থেকে মুইজ্জু, বিশ্বনেতাদের শুভেচ্ছাবার্তা মোদিকে ...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৪০০-পারের স্বপ্নভঙ্গ। তিনশোর গণ্ডিও পেরোতে পারেনি এনডিএ জোট। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। এই আবহেও তৃতীয়বারের জন্য সরকার গঠনের জন্য প্রস্তুতি তুঙ্গে। গতকাল লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু। নরেন্দ্র মোদি হতাশ হলেও, বিশ্বনেতাদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। তাঁর জয়ের পর এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন বহু রাষ্ট্রপ্রধান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, প্রমুখেরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ভারতের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)