আজকাল ওয়েবডেস্ক: টরন্টোগামী এয়ার কানাডার বিমানে বোমাতঙ্ক। মঙ্গলবার রাতে দিল্লির রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি ইমেল আসে। তাতে লেখা ছিল, টরন্টোগামী বিমানে বোমা রাখা রয়েছে। এরপরই হুলস্থূল পড়ে যায় বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ১০.৫০ নাগাদ মেলটি আসে। এরপরই বিমানে তল্লাশি শুরু হয়। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষ জানায়, ভুয়ো হুমকি মেলের জেরে এই কাণ্ড। ঘটনায় অবশ্য আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।