• Modi: ‘ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে রওনা দিন’, মোদিকে খোঁচা জয়রামের...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ‘আরে হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকর চল পড়েঙ্গে জি...। ’ নরেন্দ্র মোদির সেই শোরগোল ফেলে দেওয়া মন্তব্য টেনে এবার তাঁকেই খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এই পরিস্থিতিতে ২০১৬ সালে করা মোদির মন্তব্য নিয়ে এবার আক্রমণ শানালেন কংগ্রেস নেতা। ২০১৬ সালের ৩ ডিসেম্বর মোরাদাবাদে একটি সভায় বক্তব্য রাখার সময় মোদি বলেছিলেন, ‘ওরা আমার কী করবে?‌ না না বলুন, ওরা আমার কী করবে?‌ আমি ফকির মানুষ। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব।’‌ সেই মন্তব্য টেনেই জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী আপনি কি আপনার এই মন্তব্য স্মরণ করতে পারছেন?‌ সময় এসে গেছে। ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে যাত্রা শুরু করে দিন।’‌ 
  • Link to this news (আজকাল)