Exclusive: টি ২০ ওয়ার্ল্ড কাপেও প্রথম বলেই ছক্কা মেরেছিলাম: ইউসুফ পাঠান ...
আজকাল | ০৫ জুন ২০২৪
বিভাস ভট্টাচার্য, বহরমপুর * প্রথমবার রাজনৈতিক ময়দানে খেলতে নেমেই আপনি ছক্কা মেরে দিয়েছেন। যাকে বলে প্রথম বলেই ওভার বাউন্ডারি। কেমন লাগল? ইউসুফ: টি ২০ ওয়ার্ল্ড কাপ খেলতে নেমেও আমি প্রথম বলেই ছক্কা মেরেছিলাম। ফাইনাল ম্যাচটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে। কিন্তু আমি জানতাম আমার টিম খুব ভাল। এখানেও আমার টিম এবং সেখানকার কর্মী বা লিডাররা খুবই ভাল। তাঁরা যথেষ্ট কাজ করেছেন এবং সেই জন্যই এই জয় এসেছে। ফলে এটা আমার একার জয় নয়। এই জয় আমার দলের সকলের এবং এখানকার সব ভোটারের। * গুজরাটে আপনার বাড়ি। যখন ঘরে ফিরবেন তখন প্রতিবেশীদের কী প্রতিক্রিয়া আশা করেন?ইউসুফ: অভিনন্দন জানাবেন তো বটেই। কারণ আমি এই দেশের সন্তান। খেলার মাঠে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। দেশের ক্রিকেটপ্রেমীদের সবার মনেই ইউসুফ পাঠান আছে। খেলার মাঠে নীল পোশাকে যেমন দেশের প্রতিনিধিত্ব করেছি তেমনি এবার লোকসভায় বহরমপুর এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করব।* নির্বাচনী প্রচারে আপনার সম্পর্কে আপনার বিরোধী পক্ষ বলত আপনি ‘বহিরাগত’। জেতার পর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন আপনাকে এখানে বাড়ি বানিয়ে দেবেন। আপনি কি নিজে এখানে থাকার জন্য প্রস্তুত? ইউসুফ: অবশ্যই প্রস্তুত। গুজরাটে আমার পরিবার আছে। বরোদায় আছে। মুম্বইতে আছে এবং অবশ্যই বহরমপুরে আমার বিরাট পরিবার আছে। * বড় ম্যাচে সবসময় একটা টেনশন থাকে। ক্রিকেট ম্যাচের সঙ্গে এই ভোটের ‘ম্যাচ’–এর টেনশনের কী তফাৎ? ইউসুফ: সব ম্যাচেই কমবেশি টেনশন থাকে। বড় ম্যাচে তো টেনশন আসেই। এখানে যেটা দেখার বিষয় যে আপনি আপনার নার্ভকে কতটা আপনার নিয়ন্ত্রণে রাখতে পারছেন। আসলে আমি ক্রিকেট মাঠে প্রচুর টেনশন ফেস করেছি। কারণ আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করেছি। মাঠে যখন খেলতে নেমেছি তখন সেখানে ৪০–৫০ হাজার লোক খেলা দেখছেন। অন্যদিকে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা টেলিভিশনে দেখছেন। ফলে ওই ‘প্রেশার’টা আমি আগেই নিয়েছি এবং এই ভোটের লড়াইয়ে সেটা আমায় খুব সাহায্য করেছে। * তার অর্থ মাঠ থেকেই আপনার টেনশন নেওয়ার অভ্যাস তৈরি হয়েছে? ইউসুফ: একদম, একদম। মনে রাখতে হবে দেশের লোক কিন্তু সবসময় আমাদের থেকে ‘বেস্ট পারফরম্যান্সটা চাইবেন। * মাঠে তো খেলা ক্রিকেটপ্রেমীরা দেখেন। এখানে আপনাকে কারা দেখছিলেন? ইউসুফ: বহরমপুর দেখছিল, মুর্শিদাবাদ দেখছিল। পশ্চিমবঙ্গ দেখছিল এবং অবশ্যই গুজরাটও দেখছিল। এককথায় গোটা দেশই দেখছিল। সবাই প্রার্থনা করছিলেন। সবাই আশীর্বাদ করছিলেন। * এই মুহূর্তে আপনি একজন সাংসদ। এলাকার জন্য কোন কাজগুলোকে আপনি অগ্রাধিকার দেবেন?ইউসুফ: অনেক পরিকল্পনা আছে। আমি বলেছি এখানে শিশুদের জন্য একটা স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর মাধ্যমে যাতে তারা ভবিষ্যৎ গড়তে পারে এবং দেশের প্রতিনিধিত্ব করতে পারে। সেইসঙ্গে শিল্প গড়ার উদ্যোগ, সঙ্গে স্থানীয় সমস্যাগুলির সমাধান। অবশ্যই এই কাজে সঙ্গী থাকবেন আমাদের এখানকার নেতৃত্ব।* গতকালের সকালের সঙ্গে আজকের সকালের তফাৎ কী?ইউসুফ: গতকালও সূর্য যেমন ওঠে আজকেও সেরকমই উঠেছে। হ্যাঁ, আগেরদিন রাতে যখন শুতে গেছিলাম তখন একটু টেনশন হচ্ছিল। সকালে উঠেও কিছুটা ছিল। কিন্তু ভরসা ছিল দলের প্রতি, দলীয় কর্মী–সমর্থকদের প্রতি। বিশ্বাস ছিল ওপরওয়ালার প্রতি। একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, ফলাফলের বিষয়টি যদি ওপরওয়ালার ওপর ছাড়া হয়, তবে খুব একটা সমস্যা হয় না। কারণ, পরিশ্রমটা আমার এবং আমার আশেপাশের লোকজনের কাজ। বাকিটা সর্বশক্তিমানের আশীর্বাদ।