আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত একই পরিবারের দু’জন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কালিম্পংয়ের লাভা থানা এলাকার অন্তর্গত লাভা বাজারের কাছে যাত্রীবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৩০০ ফুট নীচে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গাড়ির চালক, যুবক ও তাঁর এক শিশুর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। যুবকের স্ত্রী ও পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে গাড়িতে চড়ে একই পরিবারের চার জন গরুবাথানের পাথরঝোড়া থেকে কালিম্পংয়ে ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের গাড়িচালক। লাভা বাজারের কাছে পাহাড়ি বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে মারা যান বিনোদ ছেত্রী এবং তাঁর দু’মাসের শিশুসন্তান আভিয়ান ছেত্রী। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের দুই সদস্যকে উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, কোনও আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। গভীর রাতে বাড়ি ফিরছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা।