• Election: ‌‌‌খলিলুরকে হারাতে নেমে মুখ পুড়ল দুই তৃণমূল বিধায়কের আত্মীয়দের ...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে পরাজিত করতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু’‌টি বিধানসভার তৃণমূলের দুই বিধায়কের দুই নিকটাত্মীয়। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের মোট প্রাপ্ত ভোট ৫ লক্ষ ৪৪ হাজার ৪২৭। শতাংশ নিরিখে যা ৩৯.৭৫। খলিলুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মোর্তজা হোসেন বকুল পেয়েছেন ৪ লক্ষ ২৭ হাজার ৭৯০ ভোট। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে হারানোর জন্য ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাজাহান বিশ্বাস। আইএসএফের প্রতীকে দাঁড়িয়ে তিনি পেয়েছেন ৬৮৫৮ ভোট। অন্যদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে এবার নির্দল প্রতীকে লড়াই করেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই মহম্মদ আসাদুল বিশ্বাস। আসাদুলের প্রাপ্ত ভোট ১৩৪০। আইএসএফ প্রার্থী শাজাহান বিশ্বাস ১১ টি পোস্টাল ব্যালটের ভোট পেলেও আসাদুল বিশ্বাসের ভাগ্যে একটিও পোস্টাল ব্যালটের ভোট জোটেনি। নির্বাচনী প্রচারে এই দুই প্রার্থীই তৃণমূলের আমলে হওয়া দুর্নীতি এবং সাংসদ হিসেবে গত পাঁচ বছরে খলিলুর রহমান আশানুরূপ কাজ করতে না পারাকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। এমনকি বাইরনের বাবা বাবর আলি বিশ্বাস নিজে সরাসরি খলিলুর রহমানকে হারানোর জন্য আসাদুলের হয়ে প্রচারে নেমেছিলেন। বিড়ি ব্যবসার সঙ্গে যুক্ত এই দুই প্রার্থীই খলিলুর রহমানকে হারানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন বলে তৃণমূলের অভিযোগ। তবে ফলাফল প্রকাশের পর দেখা গেল ফের একবার তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের উপরই আস্থা রেখেছেন জঙ্গিপুরের মানুষ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মোট ১৪ জন প্রার্থীর মধ্যে সবথেকে কম ভোট পেয়েছেন বাইরন বিশ্বাসের ভাই আসাদুল। শতাংশের নিরিখে তাঁর প্রাপ্ত ভোট মাত্র ০.১ শতাংশ। বাইরনের ভাই আসাদুলের থেকে জঙ্গিপুর কেন্দ্রে অনেক বেশি ভোট পেয়েছে নোটা চিহ্ন ১৭,১৫৮। 
  • Link to this news (আজকাল)