• BSF: ‌সোনা পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ, গ্রেপ্তার পাচারকারী
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–বাংলাদেশ সীমান্তে ৮৩ লক্ষ টাকা মূল্যের ১.১৪ কেজি সোনা সহ পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে নাটানা ফরোয়ার্ড সীমান্ত চৌকির জওয়ানরা নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল। বিএসএফের গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে এই অভিযানে এক পাচারকারীকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৮৩ লক্ষ টাকা মূল্যের ১.১৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, নাটানা ফরওয়ার্ড পোস্টের জওয়ানরা নবীনগর থেকে সাহাপুরের দিকে মোটরবাইকে যাওয়া এক সন্দেহভাজন যুবককে আটকায়। তল্লাশিতে ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় চারটি সোনার বিস্কুট এবং আটটি বিকৃত সোনার টুকরো। ধৃত যুবক পশ্চিমবঙ্গের বাসিন্দা। জানা গেছে বাংলাদেশ থেকে এই সোনা ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। 
  • Link to this news (আজকাল)