• Abhisek Banerjee: ‌‘‌রাম আয়া, ইনসাফ আয়া’‌, বিজেপিকে খোঁচা দিয়ে দিল্লি গেলেন অভিষেক ...
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌ইন্ডিয়া’‌ জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন অভিষেক ব্যানার্জি। বুধবার দিল্লিতে একদিকে এনডিএর সরকার গড়ার বৈঠক, অন্যদিকে বৈঠকে বসবে ইন্ডিয়া জোট। এদিন সকাল থেকেই দুই শিবিরের নেতা, নেত্রীরা দিল্লি যেতে শুরু করেন। এদিন দুপুর নাগাদ কলকাতা বিমানবন্দরে আসেন অভিষেক। রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রেকর্ড ভোটে জেতা ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘‌যারা একমাস আগেও বাংলায় প্রচারে এসে বলেছিল, বিজেপি ৩০ আসন পাবে, তৃণমূল সরকার থাকবে না, এখন তাদের সরকার গঠন নিয়েই উঠেছে প্রশ্ন।’‌ অভিষেকের কথায়, ‘‌ক্ষমতার আস্ফালন দেখানো ভাল নয়।’‌ এরপরই জুড়ে দেন, ‘‌মানুষের ক্ষমতাকে অবজ্ঞা করবেন না।’‌ বৈঠক নিয়ে বিশেষ কিছু বলেননি অভিষেক। শুধু জানান, ‘‌বৈঠক হোক। সবার সঙ্গে আলোচনা হোক। কলকাতা ফিরি। তারপর যা বলার বলব।’‌ সবশেষে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, ‘‌ফলাফল দেখে একটা কথাই বলব, ‘‌রাম আয়া, ইনসাফ আয়া।’‌
  • Link to this news (আজকাল)