• এসএনইউ-র মিডিয়া সিলেবাসে ‘শিশু সুরক্ষা’
    আজকাল | ০৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মিডিয়া সিলেবাসে এবার যুক্ত হল শিশুদের অধিকারের বিষয়টি। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে যৌথভাবে তিনদিনের একটি অনুষ্ঠানের আয়োজন করল এসএনইউ। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের সিলেবাসে যুক্ত করা হল এই প্রয়োজনীয় বিষয়টি। শিশুরাই সমাজের ভবিষ্যৎ। সেদিকে নজর রেখেই মিডিয়া যাতে ভবিষ্যতে শিশুদের অধিকারের বিষয়টি নিয়ে সচেতন থাকে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপার্সন তুলিকা দাস এসএনইউ-র এই উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিংয়ের ডিরেক্টর নীলাঞ্জনা দাশগুপ্ত, শিশু অধিকার গবেষক তথা আইনজীবী ডঃ বিপাশা রায়, আইডিএসকে-র সহকারী প্রফেসর ডাঃ নন্দিনী ঘোষ, ডব্লুবিসিপিসিআর-এর কনসালটিং এডিটর এবং সাংবাদিক ডঃ মহুয়া সাঁতরা, প্রাজকের কর্ণধার দীপ পুরকায়স্থ সহ আরও অনেকে। এসএনইউ-র এই উদ্যোগের প্রশংসা করেন সকলেই।
  • Link to this news (আজকাল)