• NDA-তেই থাকছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু, লোকসভার অধ্যক্ষ পদ চাইবেন
    আজ তক | ০৫ জুন ২০২৪
  • আজ অন্ধ্র থেকে জয়ী টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু দিল্লি যাচ্ছেন। একই দিনে রাজধানীতে বৈঠকে বসবে এনডিএ এবং ইন্ডিয়া। এই আবহে টিডিপির অবস্থান নিয়ে জল্পনা চলছে। তবে আজ সংবাদ সম্মেলনে নাইডু স্পষ্ট করে দিলেন, তিনি এনডিএ-তেই আছেন। দিল্লিতে মোদীর নেতৃত্বে এনডিএ-র বৈঠকে যোগ দিতেই যাচ্ছেন তিনি।

    পার্টি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বুধবার বিজেপি নেতৃত্বাধীন জাতীয় দলের সঙ্গে "দৃঢ়ভাবে থাকার" সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন। অর্থাৎ তিনি এনডিএ-তেই থাকছেন। সূত্রের খবর, আজ দিল্লিতে হাই-প্রোফাইল এনডিএ বৈঠকের সময় নাইডু স্পিকারের পদের জন্য তাঁর দাবি তুলে ধরবেন। যদিও বিরোধী ইন্ডিয়া জোটের কেউ এখনও নাইডুর সঙ্গে কথা বলেনি।

    জাতীয় রাজধানীতে রওনা হওয়ার আগে, চন্দ্রবাবু নাইডু বিজয়ওয়াড়ায় একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন, যেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'আজ আমি দিল্লি যাচ্ছি। নির্বাচন শেষ হওয়ার পর দিল্লি যাওয়ার আগে এটাই আমার প্রথম প্রেস মিট। ভোটারদের সমর্থনে আমি খুবই আনন্দিত। রাজনীতিতে উত্থান-পতন সাধারণ ব্যাপার। ইতিহাসে বহু রাজনৈতিক নেতা ও দল ক্ষমতাচ্যুত হয়েছেন। এটি একটি ঐতিহাসিক নির্বাচন।' 

    এরপর নাইডু বলেন, 'রাজ্যের কল্যাণ ও উন্নয়নের জন্য একটি জোট গঠন করা হয়েছে। আমরা এনডিএ-তে আছি। আমি আজ এনডিএ-র বৈঠকে যোগ দিতে যাচ্ছি।' নাইডু অন্ধ্রপ্রদেশে টিডিপি এবং এনডিএ-র জোটের অংশীদার জনসেনাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে, দলের প্রধান পবন কল্যাণ রাজ্যকে "বাঁচানোর দায়িত্ব নিয়েছেন"।

    তাঁর কথায়, "আমিও তাকে ধন্যবাদ জানাই জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেওয়ার জন্য। তারপর বিজেপি এসে আমাদের সঙ্গে যোগ দিল, এবং আমরা সবাই এই জয়ের জন্য একসঙ্গে কাজ করেছি।

     
  • Link to this news (আজ তক)