• হারার পর রাজনীতি ছেড়ে দেবেন? উত্তর দিলেন অধীর
    আজ তক | ০৫ জুন ২০২৪
  • ইন্দ্রপতন। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন অধীর চৌধুরী। তৃণমূলের দাবি, অধীর চৌধুরী বলেছিলেন, তিনি হারলে রাজনীতি ছেড়ে দেবেন। সত্যিই কি সন্ন্যান নেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি? দিলেন উত্তর। 

    অধীর বলেন,'রাজনীতি ছেড়ে দেব, সেকথা বলেছিলাম। এটা ঠিক। তবে রাজনীতিতে হারজিত থাকে। আমি হেরেছি। তবে রাজনীতি ছাড়ব কি না সেটা দেখতেই পাবেন। আমি তো এখানেই আছি।'  

    অধীরের কথায়, 'কেউ অপরাজেয় নয়। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে। আমাকেও হারতে হয়েছে। আমি হারটা মেনে নিয়েছি। তবে বাংলার রাজনীতি ক্রমশ বিপজ্জনক হচ্ছে। একদিকে ধর্মীয় মেরুকরণ অন্যদিকে ধর্মীয় বিভাজন। দুইয়ের মাঝে পড়ে আমি স্যান্ডউইচ হয়েছি। এখানে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে। আবার তোষণের রাজনীতিও হচ্ছে। আমি পড়ে গেছি মাঝখানে।' 

    গত বিধানসভা ভোটেও বহরমপুর লোকসভার সাত আসনে তৃতীয় স্থানে ছিলেন অধীর। তবে তারপর সংগঠনের হাল ফিরেছে বলে বিশ্বাস করেছিলেন। এমনটা দাবি করে অধীর বলেন, 'আমাদের চেষ্টার কোনও ত্রুটি ছিল না। পরপর ৫ বার জিতেছি। এবার মানুষ মনে করেছে হারানো দরকার তাই হারিয়েছি। আমার কোনও অভিযোগ নেই। আমি কোনও অজুহাত দিতে চাই না। গত বিধানসভাতে হেরেছিলাম। ভেবেছিলাম, পুনরুদ্ধার করেছি। তবে পারিনি বলে মনে হচ্ছে।' 

    ইউসুফ পাঠানকে অভিনন্দন জানান অধীর। তিনি বলেন, 'ইউসুফ পাঠানকে অভিনন্দন। তিনি জিতেছেন। তাঁর চলার পথ সুগম হোক। এটাই চাইব।' 

    তবে ইন্ডিয়া জোট ভালো ফল করেছে বলে খুশি অধীর। জানান, তিনি হারলেও গোটা দেশে কংগ্রেসের আসন বেড়েছে সেজন্য তিনি খুশি। কংগ্রেস এগোচ্ছে। এটা ভালো ইঙ্গিত। 

     
  • Link to this news (আজ তক)