• গাজায় ইজরায়েলি হামলায় চার পণবন্দির মৃত্যু
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসে ইজরায়েলি বাহিনীর অভিযানের সময় হামাসের হাতে থাকা পণবন্দিদের মধ্য হতে আরও চার জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী মৃত্যুর খবর নিশ্চিত করেছে।বর্তমানে তাঁদের মরদেহ হামাসের জিম্মায় রয়েছে। নিহত চারজন হলেন ব্রিটিশ–ইজরায়েলি নাদাভ পোপেলওয়েল (৫১), চেইম পেরি (৭৯), ইয়োরাম মেতজার (৮০) এবং আমিরাম কুপার (৮৫)। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চার ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে।গত মাসে হামাস জানিয়েছিল, গাজায় গত এপ্রিলে ইজরায়েলি হামলায় নাদাভ পোপেলওয়েল নামে এক পণবন্দির মৃত্যু হয়েছে। ওই সময় ব্রিটেনের বিদেশ দপ্তর জানায়, হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পরে আর কখনোই ব্রিটিশ–ইজরায়েলি নাদাভ পোপেলওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়নি। নাদাভসহ বাকি তিনজনকে গত বছরের ৭ অক্টোবর গাজার পাশের কিবুতজেস এলাকা থেকে পণবন্দি করেছিল হামাস। পণবন্দি এবং নিখোঁজদের পরিবার ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, এই মৃত্যুর খবর শোনার পর প্রত্যেক নেতাকে গভীর আত্মা-অনুসন্ধান করা উচিত। চাইম, ইয়োরাম, আমিরাম এবং নাদাভকে জীবিত অপহরণ করা হয়েছিল, তাঁরা অন্য পণবন্দিদের সঙ্গে ছিলেন যারা আগের চুক্তিতে মুক্তি পেয়েছিলেন। এই চার জনেরও তাঁদের দেশে এবং তাঁদের পরিবারের কাছে জীবিত ফিরে আসা উচিত ছিল।ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ক্যামেরন সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, তিনি নাদাভ পপলওয়েলের মৃত্যুর কথা শুনে অত্যন্ত ব্যথিত, এই ভয়ঙ্কর সময়ে তিনি নাদাভের প্রিয়জনদের সমব্যথী।গাজায় ইজরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৩৬ হাজারের বেশি মানুষের।
  • Link to this news (আজকাল)