• Eiffel Tower: ‌আইফেল টাওয়ারের কাছে মিলল ফ্রান্সের পতাকা মোড়ানো পাঁচটি কফিন...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের কাছে ফ্রান্সের পতাকা দিয়ে মোড়ানো পাঁচটি কফিন পেল পুলিশ। কফিনগুলোতে লেখা ছিল, ‘ইউক্রেনের ফরাসি সেনারা’।ফ্রান্সের রাজধানীতে এমন ঘটনায় মস্কোর হাত রয়েছে বলে ধারণা ফরাসি গোয়েন্দাদের। গত ৩ জুন স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ একটি ভ্যানে করে কয়েকজন এসে কফিনগুলো রেখে যায় বলে জানা গেছে। যার ভেতরে ছিল প্লাস্টিকের বস্তা। ওই ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে ঘটনার এক দিন আগে ওই চালক বুলগেরিয়া থেকে প্যারিসে আসেন। ওই চালক ছাড়াও প্যারিসের একটি বাসস্ট্যান্ড থেকে আরও দু’‌জনকে গ্রেপ্তার করা হয়। তাদের এক জন ইউক্রেনের ও অন্যজন জার্মানির নাগরিক। তারা বার্লিনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ধৃত ভ্যান চালক পুলিশকে জানিয়েছে, দুই যুবক কফিনগুলো বহনের জন্য তাকে ৪০ ইউরো দিয়েছিল। ওই দু’‌জন আবার পুলিশকে জানিয়েছে, আইফেল টাওয়ারের কাছে কফিন রাখার জন্য তাদের ৪০০ ইউরো দেওয়া হয়েছিল।  ধৃত তিন জনকে রবিবার আদালতে তোলা হয়। ‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে তাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত হতে পারে।
  • Link to this news (আজকাল)