• T20 World Cup: টসে জিতে বল করার সিদ্ধান্ত রোহিতের, দলে নেই যশস্বী, ওপেন করবেন বিরাট...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিশ্বকাপ অভিযানের ঢাকে কাঠি পড়ে গেল। বুধবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। এই পিচেই বাংলাদেশ ম্যাচ খেলেছে ভারত। সেটা তাঁদের উইকেট বুঝতে কিছুটা সাহায্য করবে বলে জানান ভারত অধিনায়ক। তবে পিচ যাই হোক না কেন, মানিয়ে নেওয়ার জন্য তৈরি টিম ইন্ডিয়া। রোহিত বলেন, 'আমরা বল করব। পিচ কী চরিত্র নেবে সেটা দেখে নিতে চাই। তাই রান তাড়া করাই ভাল। এখানে আমরা বাংলাদেশ ম্যাচ খেলেছি। তাই হয়তো কিছুটা সুবিধা পাব। তবে আমরা সাধারণত যেসব পিচে খেলে অভ্যস্ত, এখানে উইকেট সেরকম নয়। আমাদের মানিয়ে নিতে হবে।' শেষমেষ ওপেনিং নিয়ে ধোঁয়াশার অবসান। দলে নেই যশস্বী জয়েসওয়াল। নেই সঞ্জু স্যামসনও। অর্থাৎ রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি। চার পেসার, দুই স্পিনার নিয়ে নামছে ভারত। রাখা হয়নি কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে।‌ দুই বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে রাখা হয়েছে। তিন পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। চতুর্থ পেসার হিসেবে ব্যবহার করা হবে হার্দিক পাণ্ডিয়াকে। 
  • Link to this news (আজকাল)