• T20 World Cup:‌ ভারত–আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আয়ার‌ল্যান্ড ম্যাচ দিয়ে বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। ড্রপ ইন পিচের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। ব্যাটাররা রান তুলতে হিমশিপ খাচ্ছেন। এরই মধ্যে ভারত ম্যাচে দেখা দিয়েছে বৃষ্টির ভ্রুকুটি। যদিও সে সম্ভাবনা সামান্যই। ইতিমধ্যেই খারাপ আবহাওয়ার জন্য ইংল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচ ভেস্তে গেছে। এবার জানা যাচ্ছে, ভারত–আয়ারল্যান্ড ম্যাচে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, ম্যাচে সামান্য বৃষ্টির সম্ভাবনাও থাকছে। স্থানীয় সময় সকাল সাড়ে দশটা (‌ভারতীয় সময় রাত আটটায়)‌ শুরু হবে খেলা। সারা দিনে নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৩ শতাংশ। সকালে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। তবে দুপুর একটা অবধি বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও খেলা যত গড়াবে, তত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুপুর ১টা থেকে তিনটে অবধি বৃষ্টির গড় সম্ভাবনা থাকছে ৬ শতাংশ। 
  • Link to this news (আজকাল)