• সেনা জওয়ানদের জন্য খোলা হল মানসিক স্বাস্থ্য সহায়তা হেল্পলাইন ...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে হল মৌ-সাক্ষর। সেনা জওয়ানদের মানসিক চাপের কথা মাথায় রেখে দু-বছরের জন্য চালু হল মানসিক স্বাস্থ্য সহায়তা হেল্পলাইন। পুনের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে চালু হল 'টেলি মানস' প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এমডি আরাধনা পট্টনায়ক এবং সশস্ত্র বাহিনীর মেডিক্যাল সার্ভিসের নির্দেশক লেফটেন্যান্ট জেনারেল দলজিৎ সিং মৌ-সাক্ষর করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিক এবং চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল অনিল চৌহানের উপস্থিতিতে ১ ডিসেম্বর ২০২৩ সালে পুনের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে বিশেষ এই বিভাগের উদ্বোধন করা হয়। ভারতীয় সেনাদের মানসিক চাপের কথা ভেবে এই বিভাগের প্রয়োজনীয়তা সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্ব পেয়েছে। বর্তমানে ৩৬ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৫১টি 'টেলি মানস' পরিষেবা চালু রয়েছে। ১০লক্ষেরও বেশি সেনা জওয়ান এবং তাদের পরিবার সহায়তা পেয়েছে এই হেল্পলাইনের।
  • Link to this news (আজকাল)