KEJRIWAL: অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ, ১৯ জুন পর্যন্ত জেলেই কেজরিওয়াল...
আজকাল | ০৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বুধবার ফের হতাশ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন ফের একবার খারিজ হয়ে গেল। এরফলে কেজরির জেল হেফাজতের মেয়াদ ১৯ জুন পর্যন্ত বাড়ল। আম আদমি পার্টির প্রধানকে সুপ্রিম কোর্ট লোকসভা ভোটের প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন। তবে সেই মেয়াদ শেষে ফের তিহার জেলে আত্মসমর্পণ করেছেন কেজরিওয়াল। তাই লোকসভা ভোটে নতুন সরকার গঠনের খবর কেজরিওয়ালকে জেল থেকেই দেখতে হবে। স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে এদিন কেজরিওয়ালের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নাকচ করে দেয়।