• Hooghly: লক্ষ্মীর ভাণ্ডারে পুজো দিয়ে উদযাপনে সামিল মহিলা তৃণমূল কর্মীরা ...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: রচনা ব্যানার্জির হাত ধরে হুগলি কেন্দ্র পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস। পার হয়েছে ২৪ ঘণ্টা। এখনও সর্বত্রই আনন্দের পরিবেশ। চলছে আবির খেলা। বুধবার লক্ষ্মীর ভাণ্ডার হাতে মন্দিরে পুজো, পাশাপাশি সবুজ মিষ্টি বিতরণ করতে দেখা গেল মহিলাদের। আনন্দে মাতোয়ারা হলেন সিঙ্গুর ২নং আঞ্চলিক তৃণমূল মহিলা কংগ্ৰেস কর্মীরা। নির্বাচন ঘোষণার পর সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন দিদি নম্বর ওয়ান। সিঙ্গুরের বাসিন্দাদের আশা ছিল বড় ব্যবধানের। বাস্তবেও সেটাই হয়েছে। তাই এদিন সিঙ্গুর পুরুষোত্তমপুর এলাকায় ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন তৃণমূল মহিলা কংগ্ৰেস কর্মীরা। এদিন লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে একাধিক মহিলা উপস্থিত হন সিঙ্গুরের ডাকাত কালীমন্দিরে। লক্ষ্মীর ভাণ্ডার রেখে ধুপ মোমবাতি জেলে পুজো নিবেদন করেন সকলে। এরপর লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে শুরু হয় সবুজ আবির খেলা। পাশাপাশি চলতে থাকে সবুজ মিষ্টি বিতরণ। এই প্রসঙ্গে সিঙ্গুর ২নং আঞ্চলিক তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ঝিলিক দাস জানিয়েছেন, সিঙ্গুরের মহিলারা এক সময়ে জমি আন্দোলন করেছিলেন। এবার দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে আবারও প্রমাণ করেছে সিঙ্গুর সর্বদা মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার সমাজের মহিলাদের অনেক শক্তিশালী করেছে, এই ফলাফল তারই প্রমাণ।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)