SATABDI: ‘কেষ্টদার সঙ্গে দেখা করব’, তারাপীঠে পুজো দিয়ে ইচ্ছাপ্রকাশ শতাব্দী রায়ের...
আজকাল | ০৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে এই প্রথম লোকসভা নির্বাচন। অনুব্রত মন্ডলকে ছাড়াই ব্যবধান বাড়িয়ে চতুর্থবার ভোটে জয়ী শতাব্দী রায়। উচ্ছ্বসিত শাসক শিবিরের জয়ী প্রার্থী। ফলপ্রকাশের পরদিন অর্থাৎ বুধবার সকালে তারাপীঠে পুজো দিলেন তিনি। এরপর শতাব্দী রায় বলেন, আমি বিশ্বাস করি তারা মায়ের আশীর্বাদ আছে বলেই এতগুলি বছর বীরভূমে কাটাতে পারলাম। প্রত্যেক কর্মী খুব পরিশ্রম করেছেন। ভালোবাসা, আবেগের সঙ্গে ভোট করেছেন কর্মীরা। সে কারণে এই ফল। আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাই বীরভূমবাসীকে। এরপর অনুব্রত মন্ডলের প্রসঙ্গ উঠতেই শতাব্দী রায় জানান দিল্লির তিহার জেলে বন্দি থাকা অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করতে চান তিনি।