আজকাল ওয়েবডেস্ক: আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশকে রক্ষা করায় গাছের অবদান অপরিসীম। তবে মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে অবাধে কেটে চলেছে গাছ। আজ গ্লোবাল ওয়ার্মিংয়ের ভয়াবহতার সামনে মানব সভ্যতার অস্তিত্ব সংকটে। বিশ্ব পরিবেশ দিবসে এসএনইউ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হল। পড়ুয়া থেকে শুরু করে সমস্ত কর্মীরাই এদিন সবুজ রক্ষার এই অভিযানে অংশ নেন। এসএনইউ-র উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের। বৃক্ষরোপণের মাধ্যমে এই দায়িত্ব সকলকেই নিতে হবে।’