• JOINT: বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের ফলপ্রকাশের পরই রাজ্য জয়েন্টের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে দুপুর আড়াইটে নাগাদ ফল প্রকাশিত হবে। চারটে থেকে পরীক্ষার্থীরা দেখতে পাবেন বোর্ডের ওয়েবসাইটে। গত বছরের নভেম্বর মাসে ২০২৪ সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। চলতি বছরের ২৮ এপ্রিল অর্থাৎ লোকসভা ভোটের মাঝেই হয়েছিল জয়েন্ট পরীক্ষা। একমাসের একটু বেশি সময় পর, ৬ জুন প্রকাশিত হচ্ছে ফলাফল। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বোর্ডের ভবন ‘রুপান্ন’-তে হবে সাংবাদিক বৈঠক। বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। মিলবে র‌্যাঙ্ক কার্ড। তারপর কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে বোর্ড।  
  • Link to this news (আজকাল)