• কবে আসছে বর্ষা' বড় আপডেট দিল হাওয়া অফিস...
    ২৪ ঘন্টা | ০৬ জুন ২০২৪
  • অয়ন ঘোষাল: কিছুদিন আগেই রিমালের দৌলতে ঝড় বৃষ্টির মুখে পড়ে বাংলা। তবে ঝড় বৃষ্টি মিটলেও গরম আর পিছু ছাড়ছে না। সবাই জিজ্ঞাসা কবে আসছে বর্ষা? বুধবার কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডি ডি জি এম পূর্বাঞ্চল, সোমনাথ দত্ত জানালেন কবে বর্ষা আসার সম্ভাবনা। 

    তিনি বলেন, 'বুধবার দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে ঠিকই, তবে এই দুর্বিষহ ঘর্মাক্ত পরিস্থিতি মোকাবিলায় তা পর্যাপ্ত নাও হতে পারে। দুই বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার সব জেলাতেই কিছুটা বেশি বৃষ্টি হবে। ৭ তারিখে বর্ধমান হুগলি দুই ২৪ পরগনা দুই মেদনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি প্রায় নেই। ৮ তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি। বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নেই। ৯ তারিখে পূর্ব বর্তমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টি নেই। হাওয়া ঘুরতে পারে ১০ তারিখে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সেই সাথে থাকবে ঝোড়ো হাওয়া'।'দক্ষিণ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে। সতর্কবার্তা দেওয়া আছে অকারণে বাইরে না যাওয়া এবং পর্যাপ্ত জল পানের। ১৩ জুনের আগে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের কোনো আশা নেই', জানালেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডি ডি জি এম পূর্বাঞ্চল। শুধু দক্ষিণবঙ্গেই নয়, জানালেন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় মাঝারি বৃষ্টি। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি। ৬ তারিখে একই রকম পরিস্থিতি থাকবে।  ৭ তারিখ উপরে পাঁচটি জেলা কিছুটা বেশি বৃষ্টি পাবে। ৯, ১০ এবং ১১ তারিখ কিছুটা বেশি বৃষ্টি পাবে উত্তরবঙ্গের  জেলা।
  • Link to this news (২৪ ঘন্টা)