• India-Ireland: বুমরার বিশ্বরেকর্ড, রোহিতের অর্ধশতরানে বড় জয়ে অভিযান শুরু ভারতের...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিরাট জয় দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ৪৬ বল বাকি থাকতে জয়। একপেশে ম্যাচ। বলে জ্বলে উঠলেন হার্দিক পাণ্ডিয়া, যশপ্রীত বুমরা। ব্যাটে রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশতরান পেলেন ভারত অধিনায়ক। ৩৬ বলে অর্ধশতরানে পৌঁছে যান। ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হন। ইনিংসে ছিল ৩টি ছয়, ৪টি চার। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ৯৬ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে ১২.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। জল্পনার অবসান ঘটিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা-বিরাট কোহলি। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন ব্যর্থ। ৫ বল উইকেটে ছিলেন। মাত্র ১ রান করেন। পাঁচদিন পর দলের সঙ্গে নিউইয়র্কে যোগ দেন কোহলি। বাংলাদেশ ম্যাচ খেলেননি। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হয়নি। যা এদিন দেখেই বোঝা গেল। শুরুতে নড়বড়ে দেখায় রোহিতকেও। প্রথম ওভারেই মার্ক অ্যাডেয়ারের বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলে আইরিশরা। তার খেসারত দিতে হল। দ্বিতীয় ওভারেই নিজের প্রথম ছক্কা হাঁকান। কয়েকটা দারুণ পুল শট খেলেন। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর রোহিত হাতে চোট পেয়ে ফেরার আগে দ্বিতীয় উইকেটে পন্থের সঙ্গে ৫৪ রান যোগ করেন। বাংলাদেশ ম্যাচের পর এদিনও সফল ঋষভ। ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। তবে বিরাট জয় পেলেও পাকিস্তান ম্যাচের আগে রোহিতের চোট চিন্তার রাখবে ভারতীয় শিবিরকে।বুধবার নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঠিক শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পুনরাবৃত্তি। একশোর গণ্ডিও পেরোতে পারেনি আয়ারল্যান্ড। ১৬ ওভারে ৯৬ রানে অলআউট। আইপিএলের ব্যর্থতা কাটিয়ে দেশের জার্সিতে ফিরেই সফল হার্দিক পাণ্ডিয়া। তুলে নেন তিন উইকেট। জোড়া উইকেট অর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরার। একটি করে উইকেটে পান মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল। ন'টির মধ্যে আটটি পেসারদের দখলে। নিউইয়র্কের পিচ নিয়ে আগেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিন সেটা আরও জোরদার হল। এই উইকেটে বাউন্স থমকে আসে, ব্যাটে বল ঠিকভাবে আসে না। বাঘা বাঘা ব্যাটার সমস্যায় পড়ে। সেখানে নবাগতদের নাস্তানাবুদ হওয়া অস্বাভাবিক নয়। বাংলাদেশের বিরুদ্ধে এই উইকেটেই খেলেছিল ভারত। এদিন পিচ পরখ করে নেওয়ার জন্যই টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত। একেবারে সঠিক সিদ্ধান্ত। এই উইকেটে শুরু থেকে চালিয়ে খেলা যায় না। সেটা করতে গিয়ে একের পর এক উইকেট খোয়ায় আইরিশরা।‌ এদিন নতুন বলে শুরু করেন অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ। শুরুতেই জোড়া উইকেট তুলে নেন অর্শদীপ। তারপর নিয়মিত উইকেট হারায় আইরিশরা।‌ পার্টনারশিপ গড়ে ওঠেনি। দলের সর্বোচ্চ রান গ্যারেথ ডেলানির। ১৪ বলে ২৬ রান করেন তিনি। চার পেসার নিয়ে খেলার সঠিক সিদ্ধান্ত ভারতের। এদিন বুমরাকে নতুন বল না দিয়ে অবাক করেন রোহিত। পঞ্চম ওভারে তাঁকে বল দেন। বল হাতে পেয়েই বিশ্বরেকর্ড। শুরুতেই মেইড ইন ওভার। তাতেই ভেঙে দিলেন ভুবনেশ্বর কুমারের রেকর্ড। টি-২০ আন্তর্জাতিকে কোনও টেস্ট খেলিয়ে দেশের বোলার হিসেবে সবচেয়ে বেশি মেইড ইন ওভার দেওয়ার নজির গড়লেন। বুমরার মেইড ইন ওভারের সংখ্যা ১১। আন্তর্জাতিক স্তরে সার্বিকভাবে মাত্র দু'জন বোলার এর থেকে বেশি মেইড ইন দিয়েছে। উগান্ডার ফ্রাঙ্ক সুবুগা (১৫) এবং কেনিয়ার শেম গোচে (১৪)।
  • Link to this news (আজকাল)