Rohit Sharma: পাকিস্তান ম্যাচের আগে পিচ নিয়ে চিন্তিত রোহিত
আজকাল | ০৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে চর্চায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ। ভারত-আয়ারল্যান্ড ম্যাচ আরও বিতর্ক উস্কে দেবে। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো প্রথমে ব্যাট করে একশো রানের মধ্যে আউট হয়ে যায় আইরিশরা। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে বেশ সমস্যায় পড়তে হয় রোহিতকে। অর্ধশতরান করলেও স্বচ্ছন্দ ছিলেন না। পিচ মূলত পেসারদের সহায়ক। শুরুতে অর্শদীপের ওভার ম্যাচের টোন সেট করে দিয়েছে, জানান রোহিত। এই পিচে অভিধান মেনে খেলা ছাড়া গতি নেই, এমনই মনে করেন ভারতের নেতা। রোহিত বলেন, 'পিচ এখনও স্বাভাবিক হয়নি। বোলাররা যথেষ্ট সাহায্য পাচ্ছে। পয়েন্ট পেয়ে স্বস্তিতে। এখানে অভিধান মেনে ক্রিকেটীয় শট খেলতে হবে। টেস্ট ম্যাচের মতো বল করতে হবে।' তিনদিন পরই একই পিচে পাকিস্তান ম্যাচ। কতটা চিন্তিত ভারত অধিনায়ক? রোহিত বলেন, 'সেদিন পিচ কী চরিত্র নেবে জানি না। তবে এমনই থাকবে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নেব। সেই ম্যাচে দলের এগারোজনকেই পারফর্ম করতে হবে। শুরুতে সমস্যা হলেও, এই পিচে সময় কাটাতে পারা গুরুত্বপূর্ণ। আশা করছি পাকিস্তানের বিরুদ্ধেও সেটাই করতে পারব।' এদিন বুমরার পরিবর্তে অর্শদীপকে নতুন বল দিয়ে সবাইকে অবাক করেন রোহিত। ম্যাচ শেষে জানান, এটা স্ট্র্যাটেজিক মুভ ছিল। নিউইয়র্কের এই পিচে বাবরদের বিরুদ্ধেও চার পেসার খেলানোর ইঙ্গিত দিলেন। রোহিত বলেন, 'ডান হাতিদের বিরুদ্ধে অর্শদীপ বল সুইং করাতে পারে। এটাই ম্যাচের টোন সেট করে দিয়েছে। আমার মনে হয় না এখানে চারজন স্পিনার খেলাতে পারব। এখানকার পরিবেশ এবং পরিস্থিতি পেসারদের সহায়ক। টুর্নামেন্টের পরের দিকে স্পিনাররা সুযোগ পাবে। প্রয়োজন অনুযায়ী দলে পরিবর্তন আনা হবে।' হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত। তবে ভারত অধিনায়ক জানান, চোট গুরুতর না। কোনও ঝুঁকি নিতে চাননি বলেই মাঠ ছাড়েন।