বিজেপির ভরাডুবির দায় স্বীকার! পদত্যাগের প্রস্তাব ফডণবীসের
আজকাল | ০৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে দল ভাঙার খেলায় নেমেছিল বিজেপি, কিন্তু সেটা যে কাজে দেয়নি আদেউ, তা স্পষ্ট হয়েছে মঙ্গলবার। ভোট গণনার সন্ধেতেই স্পষ্ট হয়ে গিয়েছিল সে রাজ্যের ফলাফল। ঠিক তার পরের দিন জানা গেল, লোকসভা নির্বাচনে সে রাজ্যে গেরুয়া শিবিরের ফলাফলের দায় স্বীকার করে পদত্যাগ করতে চেয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি বলেন, 'মহারাষ্ট্রের যত ক্ষতি হোক, সম্পূর্ণ দায় আমি নিচ্ছি।' সঙ্গেই বলেন, 'আমি শীর্ষ নেতৃত্বকে আমার মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।' স্বাভাবিক ভাবেই উপমুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর, রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলছেন, সেদিকে নজর ছিল সকলের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলছেন, তিনি ফের কথা বলবেন দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে। অতীতের মতোই ভবিষ্যতেও তাঁরা একসঙ্গে কাজ করে যাবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, 'ব্যর্থতা আমাদের নিরুৎসাহিত করবে না। জনগণকে বিভ্রান্ত করে ভোট পয়ায়ার চেষ্টা করা একটি সাময়িক সাফল্য।'