বৃক্ষরোপণ, প্লাস্টিক-বিরোধী মিছিলে পরিবেশ দিবস পালন হুগলি জুড়ে
আনন্দবাজার | ০৬ জুন ২০২৪
বিশ্বের উষ্ণায়ন বেড়েই চলেছে। তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হল বেশি করে বৃক্ষরোপণ। এই বার্তা দিয়ে বুধবার বিশ্ব পরিবেশ দিবসে হুগলি জুড়ে চলল নানা কর্মসূচি। হল বৃক্ষরোপণ, পাতলা প্লাস্টিকের বিরোধিতার মিছিলও। নেওয়া হল লাগানো গাছের যত্নের শপথও।
রাজ্য নগরোন্নয়ন সংস্থার (সুডা) নির্দেশে বৈদ্যবাটী পুরসভার সাফাই বিভাগের উদ্যোগে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রচার অভিযান চলল। এ দিন একটি প্রচার ট্যাবলোর সূচনা করা হয়। বৈদ্যবাটীর পাঁচ নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে এক সপ্তাহ ধরে। পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, ‘‘নিষিদ্ধ প্লাস্টিক নিয়ে লাগাতার প্রচার, জরিমানা ও অভিযান চলে পুরসভার তরফে। এ দিন পরিবেশবান্ধব ক্যারিব্যাগের নমুনা দেখানো হল। এই ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।’’ পুরসভার স্যানিটারি ইনস্পেক্টর কৃষ্ণেন্দু কুন্ডু জানান, গত ৩ মাস নির্বাচনী কর্মকাণ্ডের জন্য শহরে একবার ব্যবহার উপযোগী নিষিদ্ধ পাতলা প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। তাঁর কথায়, ‘‘শুধুমাত্র পুরসভা একা প্লাস্টিকের হাত থেকে এই শহরের পরিবেশ রক্ষা করতে পারবে না। পুরসভা লাগোয়া এলাকাগুলিকেও কাজ করলে তবে সমাধান মিলবে।’’
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৈদ্যবাটীর একটি কৃষি উৎপাদক সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার বৈদ্যবাটী চক এলাকার কৃষকদের হাতে ১০০টি মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বেশ কিছু চারাগাছ তাঁদের জায়গায় বসিয়ে দেওয়া হয়। উদ্যোক্তাদের তরফে সুতিথি চট্টোপাধ্যায় বলেন, ‘‘শুধু মাত্র একটা দিন নয়। বছরভর এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনে বৃক্ষ জাতীয় বিভিন্ন ধরনের ফলের (আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুল) গাছ কৃষকদের দেওয়া হবে। যাতে সেই গাছ পরিচর্যা করে বড় করতে পারেন। সেই গাছের ফল থেকে আর্থিক সুরাহাও মিলবে।’’
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ‘আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ’ কে মাথায় রেখে সকালে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, পুরসভার স্বাস্থ্যকর্মী, সমাজসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এক পদযাত্রা ব্যান্ডেল বালির মোড় থেকে শুরু হয়। পরিবেশকে বাসযোগ্য রাখার আবেদন জানানো হয়। পাশাপাশি জল, জমি, জঙ্গল রক্ষার বার্তা দেন সংগঠনের সম্পাদক সন্দীপ সিংহ। এ দিন ডানকুনি হাউজিং মোড়ে গাছ বিলি করা হয়েছে।