• Gaza: ‌গাজায় রাষ্ট্রপুঞ্জের স্কুলে হামলা ইজরায়েলের, মৃত অন্তত ২৭...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গাজায় রাষ্ট্রপুঞ্জের স্কুলে বিমান হামলা চালাল ইজরায়েল। মৃত অন্তত ২৭। জানা গেছে, প্যালেস্তাইন শাসিত গাজার মধ্যাঞ্চলে রাষ্ট্রপুঞ্জ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালায় ইজরায়েল। এই হামলা প্রসঙ্গে ইজরায়েল সেনা জানিয়েছে, বিদ্যালয়টি ‘হামাসের প্রাঙ্গণ’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে জানা গেছে, গাজায় রাষ্ট্রপুঞ্জ পরিচালিত ওই বিদ্যালয়ে উদ্বাস্তুদের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হামলার পর বিবৃতি জারি করে ইজরায়েল জানায়, নুসেইরাত এলাকায় প্যালেস্তাইনি শরণার্থীদের জন্য রাষ্ট্রপুঞ্জের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইজরায়েল যুদ্ধবিমান। হামলায় বেশ কয়েকজন মারা গেছেন। 
  • Link to this news (আজকাল)